মা হলে খেলা বন্ধ; ক্ষোভে ঝাড়লেন সানিয়া

১৩ এপ্রিল ২০২১

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে। ডাবলসে এক সময় সবার উপরে ছিলেন তিনি।

কিন্তু এই নারীকেই কিনা কালো হওয়ায় খোটা শুনতে হয়েছিল- কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করে এসব নিজেই জানিয়েছেন। 

এতে দেখা যায়,সানিয়ার বিভিন্ন অঙ্গভঙ্গি এবং তার সঙ্গে লেখা। ভিডিওতে লেখা রয়েছে, 'একজন মেয়ে যখন খেলাকে তার পেশা হিসেবে বেছে নেয়, তখন তাকে কী কী শুনতে হয়। রৌদে ছেলেরা খেলে, তুমি রান্না শেখো। কালো হয়ে গেলে কে তোমায় বিয়ে করবে? পরিবার হলে তুমি খেলবে কী করে? সন্তান হলে তোমার খেলোয়াড় জীবন শেষ হয়ে যাবে'।

২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে সন্তানের জন্ম দেন সানিয়া। ৩৪ বছরের টেনিস তারকা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।


মন্তব্য
জেলার খবর