কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে নতুনভাবে আধুনিক ও পরিকল্পিত বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ আটকে গেছে জমির রের্কড জটিলতার গ্যাড়াকলে।এতে হতাশা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও গড়ে ওঠেনি বিসিক শিল্পনগরী।
কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশের ডোবা ভরাট করে কুমারখালীকে অর্থনৈতিক জোন হিসেবে গড়তে এ উদ্যোগ নিয়েছে শিল্পমন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া বিসিকের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সোলায়মান হোসেন বলেন, নির্ধারিত স্থানের জমি আগে এক ফসলি ডোবা হিসেবে চিহ্নিত থাকলেও সর্বশেষ রেকর্ড সংশোধনীতে ভুল করে ধানী জমি হিসেবে রেকর্ড হওয়ায় বিসিক শিল্পনগরী গড়ে তুলতে বিলম্ব হচ্ছে। অচিরেই নির্ধারিত জায়গা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করা হবে।
তিনি আরো জানান, অনেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বিসিকের নির্ধারিত জায়গা না থাকায় অপরিকল্পিতভাবে যত্রতত্র কলকারখানা গড়ে উঠেছে। সে জন্য আধুনিক ও পরিকল্পিত নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য কুমারখালীতে প্রায় এক‘শ একর জমি নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, ৫ মাস পূর্বেই জায়গা নির্ধারন করা হয়েছে, কার্যক্রম চলমান আছে। কুমারখালী পৌরসভা মেয়র সামছুজ্জামান অরুন জানান, শিল্পনগরী গড়ে উঠলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং অর্থনৈতিক শক্তি হবে চাঙ্গা।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে কুমারখালীতে বিসিক শুধুমাত্র তাঁতশিল্প নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছিল। সেটি ২০০৮ সাল হতে বর্তমানে বাংলাদেশ তাতঁবোর্ডের একটি শাখা হিসেবে টিকে আছে। যদিও স্থানীয়রা পৌরসভার সামনে পুকুরের পাড়ের এ প্রতিষ্ঠানকে বিসিক বলেই চেনে। এ থেকে সহযোগিতা তেমন পায়নি কুমারখালীর শিল্প মালিকেরা।
তাঁতবোর্ডের সেবা সম্পর্কে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা জানান, তাঁতবোর্ডের সেবা আরো উন্নত হওয়া জরুরী। নতুন আধুনিক যন্ত্রপাতি স্থাপনের আশায় রয়েছে কুমারখালীর তাঁতশিল্পের মালিকেরা। তিনি আরো বলেন, বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা দীর্ঘ সময়ের ব্যাপার। বিসিক স্থাপিত হলে সর্ব প্রথম পরিবেশ বান্ধব ইটিপি চালুর প্রতি গুরুত্ব দেন এ তরুন শিল্পপতি।
শুধুমাত্র জমির রেকর্ড সংশোধনীতে ভুল থাকায় বহু দিনের প্রত্যাশিত বিসিক শিল্পনগরী স্থাপনে বিলম্ব আর দেখতে চাচ্ছে না সংশ্লিষ্টরা। বিসিকের থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেয়া শিল্পোদ্যোক্তারা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা সব জটিলতার দ্রুত সমাধান কামনা করে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করার ব্যাপারে জোর দাবীও করেছে।
এসএম/এমকে