কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত সাতদিন মেয়াদের বিধিনিষেধের প্রথম দিন বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে ১৫টি মামলা ও সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মাস্ক না পরাসহ করোনার স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিধিনিষেধ না মানায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, দোকান ও শো-রুম খোলা রাখার দায়ে ১৫টি মামলা হয়েছে। সিঙ্গার শো-রুমকে ২ হাজার টাকাসহ শহরের গণমোড়, কাপুড়িয়া হাট, হল বাজার, ষ্টেশন বাজারের বিভিন্ন স্থানে মোট ২২ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনার সময় কুমারখালী থানার অফিসার্স ইনচার্জ মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউন কার্যকরে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সকাল থেকেই কুমারখালী বাজারে সাতদিনের এ বিধিনিষেধ অমান্য করতে দেখা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর থেকে একটু প্রভাব পড়েছে সর্বত্র। শহরতলী ও গ্রামের হাট বাজার ও মোড়ে-মোড়ে পুলিশি টহল রয়েছে। অনেক স্থানে দোকানদারদের সুযোগ বুঝে দোকান খুলতে দেখা গেছে।
মাহমুদ শরীফ/এমকে