ধর্ষণ ও অস্ত্রসহ আট মামলার আসামি সিআইডির হাতে গ্রেফতার

১৩ এপ্রিল ২০২১

ধর্ষণ ও অস্ত্রসহ আট মামলার আসামি মোঃ আজিজুল হাসানকে (৩১) গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ এপ্রিল) বিকাল সোয়া পাঁচটার দিকে জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হাসান গুনারীতলা এলাকার বাসিন্দা, তার বাবার নাম হাবিবুর রহমান। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর সিআইডির ইনচার্জ ও সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মূসা।

জামালপুর সিআইডি সুত্র জানায়, সিআইডির তদন্তাধীন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জানা যায়- তার বিরুদ্ধে আরো আটটি মামলা আছে বিভিন্ন থানায়। এর মধ্যে অস্ত্র আইনে মেলান্দহ ও মাদারগঞ্জ থানায় আলাদা দুটি মামলা এবং মেলান্দহ থানায় একটি ধর্ষণ মামলা আছে। বিভিন্ন সময়ে  এ আট মামলা হয়। এর মধ্যে কিছু মামলা আদালতে বিচারাধীন।

সুত্র আরো জানায়, তথ্য-প্রযুক্তির সাহায্যে এবং ম্যানুয়েল ইনটেলিজেন্স কাজে লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ রানা।  গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর