মন্তব্য
নড়াইল সংবাদদাতা
নড়াইলের তিন উপজেলার ৬ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
তিন উপজেলার মধ্যে আছে সদর উপজেলায় দুই হাজার ১০০ জন, লোহাগড়ায় এক হাজার ৯০০ জন এবং কালিয়া উপজেলায় দুই হাজার কৃষক। প্রতিজনকে পাঁচ কেজি করে ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অনেকে।
এফকে/এমকে