আসামির ঘরের ছাদে ৩শ রাউন্ড গুলি

১৩ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাই ও মাদকসহ বেশ কয়েকটি মামলার এক আসামির ঘরের ছাদ থেকে ৩শ’ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকালে আসামি ধরতে গিয়ে কার্তুজগুলো উদ্ধার করে পুলিশ। তবে বাড়িতে না থাকায় আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে- কার্তুজগুলো  সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি আনা হয়েছে।

 

এ আসামির নাম জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিম। সে উপজেলার বাহুলী গ্রামের বাসিন্দা   জসিম ছালামত খার ছেলে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন,  জসিম ওয়ারেন্টভুক্ত আসামি। ইতালির তৈরি ও জলপাই কালারের কার্তুজগুলো ঘরের ছাদে পরিত্যক্ত অবস্থায় ছিল।  জসিমকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর