ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাই: জেন সাকি

১৪ এপ্রিল ২০২১

ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনভাবেই জড়িত নয়। ইরান তার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে নাশকতামূলক হামলা বলার পর  সোমবার হোয়াইট হাউস থেকে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নয়। এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা কল্পনারও কিছু নেই। ইরান তার প্রধান শত্রু ইসরাইলকে এ ঘটনার জন্য দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। একইসঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে।

সিএনএন


মন্তব্য
জেলার খবর