ছোটবেলায় ভাইকে হারান কঙ্গনা

১৪ এপ্রিল ২০২১

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি আর ভাই অক্ষতকে এখন কমবেশি সবাই চেনেন। তবে সম্প্রতি কঙ্গনার আরো এক ভাইয়ের কথা সামনে এনেছেন যাকে ছোটবেলায় হারিয়েছেন এই তারকা।

গত ১০ এপ্রিল ছিল সিবলিংস ডেতে কঙ্গনা দিদি রঙ্গোলি, ভাই অক্ষতের সঙ্গে তার দাদা ঠাকুর ইন্দ্র সিং এবং ঠাকুরদার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

তার সঙ্গে কঙ্গনা জানান, তাদের আরো একজন ভাই ছিলেন, যে তাদের আগেই পৃথিবীতে এসেছিল। তবে ছোটতেই কোনো কারণে তার মায়ের সেই সন্তানের মৃত্যু হয়।


মন্তব্য
জেলার খবর