মন্তব্য
যুক্তরাষ্ট্রকে শত্রুপক্ষ সম্বোধন করে ক্রিমিয়া থেকে নিজেদের ভালোর জন্যই দেশটিকে দূরে থাকতে বলেছে রাশিয়া।
কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে রাশিয়ার ধৈর্যের পরীক্ষা নিতে উসকানি বলে মন্তব্য করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকভ।
সের্গেই রেবকভ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের শত্রুপক্ষ। বৈশ্বিক মঞ্চে রাশিয়ার মর্যাদা ক্ষুণ্ণ করতে যা কিছু করা সম্ভব, যুক্তরাষ্ট্র তা-ই করবে। আমরা এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। এটিই আমাদের উপসংহার।
রয়টার্স