মন্তব্য
সারাদিন কলেজ, ক্লাস, পড়াশোনা। রাতে পানাথুরে বিএসএনএল এর টেলিফোন এক্সচেঞ্জে নাইট গার্ডের কাজ। নাইটগার্ডের কাজের মাঝেই সারারাত পড়াশোনা। এভাবেই জীবনের বেশ কয়েকটা বছর কেটেছে রঞ্জিত রামাচন্দ্রের।
ভারতের কেরালার কাসাড়গড়ের ছিপছিপে চেহারার সেই যুবক আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) রাঁচির সহকারী অধ্যাপক। যেটি ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি।
নিজের জীবনের এই লড়াইয়ের গল্প ফেসবুকে লেখেন রঞ্জিত। সঙ্গে দেন তার পৈতৃক ভিটে ছোট্ট ত্রিপল ঢাকা জীর্নশীর্ণ কুঁড়েঘর এর ছবি। বৃষ্টি হলে টিনের ফুটো দিয়ে পানি ঢুকত ঘরে।