যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলা বন্ধ করার আহ্বান

১৪ এপ্রিল ২০২১

শুক্রবার স্বশাসিত তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন দ্বীপটিকে ঘিরে চীনা সামরিক তৎপরতা বেড়েছে। এমনকি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে নিয়মিত চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান সাংবাদিকদের বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে চীন বলছে, মার্কিন-তাইওয়ান আনুষ্ঠানিক যোগাযোগ অবিলম্বে বন্ধ করতে হবে।


মন্তব্য
জেলার খবর