জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না

১৪ এপ্রিল ২০২১

করোনার সংক্রমণ রোধে ৭ দিনের জন্য সরকার আরোপিত ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু হচ্ছে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে। এ সাতদিনে জরুরি প্রয়োজন ছাড়া একদম বাড়ির বাইরে যাওয়া যাওয়া যাবে না। আর জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে নিতে হবে মুভমেন্ট পাস, পুলিশ এ পাস দিবে। পুলিশের চালু করা অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করে এ পাস নিতে হবে। এছাড়া চলাচলসহ অন্যান্য কর্মকাণ্ডে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে ১৪থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে-  গণপরিবহন বন্ধ থাকবে। গণপরিবহনের মধ্যে সড়ক, নৌ, রেল, আকাশ পথের কথা উল্লেখ করা হয়েছে। তবে পন্যবাহী পরিবহন এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। উৎপাদন ব্যবস্থা চালু থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প-কারখানা চালু রাখা যাবে, সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত উন্মুক্তস্থানে কাঁচাবাজার খোলা থাকবে এবং বাজার করা যাবে। সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জরুরি পরিষেবা বলতে কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া),  ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকারের কথা বলা হয়েছে। টিকা কার্ড দেখিয়ে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ রাখতে হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর