ঘরে রেখেও বাঁচানো গেল না প্রতিবাদী কিশোরীকে

১৪ এপ্রিল ২০২১

মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলনের একজন আন্তরিক সমর্থক ছিল চৌদ্দ বছরের কিশোরী প্যান ই ফিউ। সামরিক অভ্যত্থানের বিরুদ্ধে বিক্ষোভে সে অংশ নিয়েছিল সক্রিয়ভাবে।

গণতন্ত্রের পক্ষে কয়েকটি গান গেয়ে তা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পোস্ট করেছিল। এতে তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন মা থিডা স্যান। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।

২৭ মার্চ সামরিক বাহিনীর ধরপাকড় থেকে পালিয়ে আসা বিক্ষোভকারীদের জন্য দরজা খুলতে চাইলে ঘরের ভেতরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি


মন্তব্য
জেলার খবর