‘ঈদ যে তোমার মনে, ঈদ যে আমার মনে’

১৪ এপ্রিল ২০২১

বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখায় একটি ঈদের গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

‘ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন মায়া মনি।

‘ঈদ যে তোমার মনে, ঈদ যে আমার মনে’ এমন কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ।


মন্তব্য
জেলার খবর