মন্তব্য
সামাজিক মাধ্যমে স্বামী বলিউড তারকা অক্ষয় কুমারের কার্টুন পোস্ট করেছেন অক্ষয়পত্নী-অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্না।
টুইঙ্কেল জানালেন, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অক্ষয় এবং সব ঠিকঠাকই আছে।
হাসপাতাল থেকে ফিরলেও অভিনেতা করোনামুক্ত কি না, সেই সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি।
তবে ক্যাপশনে টুইঙ্কেল লিখেছেন, সুস্থ আর সবল। ওকে পাশে পেয়ে ভালো লাগছে। অল ইজ ওয়েল।
সংবাদ প্রতিদিন