মন্তব্য
‘হিজ স্টোরি’র পোস্টারের সঙ্গে ‘এলওইভি’র পোস্টারের মিল দেখে ক্ষুব্ধ হয় নেট নাগরিকরা। হিজ স্টোরির নামটিও নাকি, তাইওয়ানের একটি সিরিজের এ অভিযোগ পর্যন্ত উঠেছে।
অল্ট বালাজির পক্ষ থেকে জানানো হয়, গত ৯ এপ্রিল আমাদের তরফে হিজ স্টোরির পোস্টার সামনে আনা হয়েছিল, এরপর আমরা জানতে পারি সুধাংশুর (সারিয়া) এলওইভি-এর পোস্টারের কথা। দুটি পোস্টারের মধ্যে আশ্চর্যজনক সাদৃশ্য শুধুই কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এটা আমাদের ডিজাইন টিমের পক্ষ থেকে তদারকি করা হয়েছে, আমরা ক্ষমাপ্রার্থী।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ‘হিজ স্টোরি’র পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক ও লোয়েভ-এর কলাকুশলীদের কাছে ক্ষমা চেয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন একতা কাপুর।
হিন্দুস্তান টাইমস