মন্তব্য
ইভান মনোয়ার পরিচালিত ‘হ্যালো সোহানা’ ওয়েব ফিল্মে দেখা যাবে শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিমকে।
তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান খান রিও। চিত্রায়ণ শেষে বর্তমানে চলছে এটির সম্পাদনার কাজ।
গল্পে দেখা যাবে, সোহানার স্বপ্নের পুরুষ মাসুদ রানা। সারাক্ষণ মাসুদ রানার বই পড়ে সে। মাসুদ রানাকে পাওয়ার জন্য একদিন বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়।