আজ পহেলা বৈশাখ, বুধবার- বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হচ্ছে নতুন বছর-১৪২৮। আবহমান কাল থেকেই পহেলা বৈশাখের এ দিনটায় আনন্দে-উল্লাসে মেতে ওঠে বাঙালি। তবে এবারের প্রেক্ষাপট পুরোটাই আলাদা, এর আগের বছরও এমন পরিস্থিতি সৃষ্টি হয় করোনার কারণে। করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় নববর্ষে উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। তাই কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বছরকে বরণ করে নিচ্ছে গোটা জাতি, বের হয়নি মঙ্গল শোভা যাত্রা, ঐতিহ্যবাহী রমনার বটমূলে হচ্ছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।
এদিকে নববর্ষ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ এপ্রিল) নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শুভেচ্ছা জানানোর কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী সবাইকে ঘরে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করার আহবান জানান।
অন্যদিকে করোনা সংক্রমণ রোধে আজ থেকে শুরু হচ্ছে সরকার আরোপিত সাতদিনের বিধিনিষেধ। উন্মুক্ত স্থানে বর্ষবরণের কোনো আয়োজন না থাকলেও সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
এমকে