করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮

১৪ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৯ জন  মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৩ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৯৮৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৮৯১ জন, সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন। এখন পর্যন্ত মোট ৫০ লাখ ৭০ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৬১৮টি, পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৯৫৫টি।  ১৮ দশমিক ২৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং নারী ২৬ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪১ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। হাসপাতালে  ৬৩ জন, বাড়িতে ৫ জন  মারা গেছেন, আর ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর