খোলা থাকবে হাসপাতাল

১৪ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদকালে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে সব ধরণের হাসপাতাল।মঙ্গলবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল খোলা থাকার বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত মেয়াদে এ বিধিনিষেধ আরোপ করা হয়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সাতদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সব হাসপাতাল ও প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। এ সময়ে সব অধিদফতর, দফতর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থানসহ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর