সহজ ম্যাচ কঠিন করে হারল কোলকাতা

১৪ এপ্রিল ২০২১

কোলকাতা নাইট রাইডার্সের জেতার জন্য দরকার মাত্র ২২ রান। হাতে আছে ৩টি ওভার ও ৫ উইকেট। ক্রিজে দুই হার্ড হিটার দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। এই ম্যাচ হেরে যাবে কলকাতা, তা ঘুণাক্ষরেই কেউ ভাবেনি। কিন্তু শেষ পর্যন্ত তাই হয়েছে।

১৮ তম ওভারে ক্রুনাল পান্ডিয়া ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে দিলেন। এই ওভারে তিনি দিলেন মাত্র তিন রান। ১২ বলে জয়ের সমীকরণ তখন ১৯ রান। কলকাতার ভক্তরা তাকিয়ে রাসেল ও কার্তিকের ব্যাটে। ১৯তম ওভারে বুমরাহ পদাঙ্ক অনুসরণ করলেন ক্রুনালের। তিনি দিলেন মাত্র ৪ রান। শেষ ওভারে কলকাতার দরকার ১৫। ম্যাচ তখন অনেকটাই ঢলে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে।

বল হাতে চমক দেখালেন মুম্বাইর কিউই পেসার ট্রেন্ট বোল্ট। প্রথম দু’বলে দু’টি সিঙ্গেল। পরের দু’বলে বিদায় করলেন রাসেল ও কামিন্সকে। প্রচণ্ড উত্তেজনা ছড়ানো ম্যাচে পরের দু’বলে বোল্ট দিলেন মাত্র দু’রান। ১০ রানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দু’ম্যাচে মুম্বাইর এটি প্রথম জয়। আর কলকাতার প্রথম হার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে ১৫২ রানে অল আউট হয় মুম্বাই। দারুণ শুরু করা কলকাতার ইনিংস শেষ হয় ৪ উইকেটে ১৪৭ রানে।


মন্তব্য
জেলার খবর