মন্তব্য
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে হেরেছে সাকিব আল হাসনের কোলকাতা। জেতার জন্য দরকার ছিল মাত্র ২২ রানের। হাতে ছিল ৫ উইকেট ও ১৮ বল। তারপরও জিততে পারেনি তারা।
কোলকাতার হারের দিনে উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩, উইকেট পেয়েছেন একটি।
সাকিব চার ওভারে হজম করেছেন মাত্র একটি বাউন্ডারি। বাকি সব রান এসেছে সিঙ্গলসে। প্রথম ওভারে সাকিব রান দেন ৪। পরের দুটি ওভারে ৬ করে ১২ রান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চার হাকান ঝড় তোলা সুরিয়া কুমার যাদব। তেতে যান সাকিব। পরের বলেই ফেরান যাদবকে। বিদায় নেন মুম্বাইর বিধ্বংসী ব্যাটসম্যান, ৩৬ বলে ৫৬ রান করে। পরের তিন বলে সাকিব দেন মাত্র দুই রান। সব মিলিয়ে সাকিবের বোলিং ইকনোমি সবচেয়ে ভালো, ৫.৭৫।