চলতি সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান দেখা গেছে সব সুচকের। আর আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি ৬২ লাখ টাকা। বেড়েছে বাজার মুলধন, ৬ হাজার ২৫৪ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা।
এদিন শেয়ার লেনদেন হয় মোট ৩৪৭টি কোম্পানির । এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৫৬টির। লেনদেন হয় ৫১১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪৯৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা।মঙ্গলবার ১৪ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৭৮টি শেয়ার এক লাখ তিন হাজার ৮৯৬ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান দেখা গেছে লেনদেনের।
প্রধান সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৮ দশমিক ৫০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৮ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ৩৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৭ দশমিক ৬৩ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন বেড়ে দাঁড়ায় চার লাখ ৫৮ হাজার ৫৩৩ কোটি ১৭ লাখ ৯৬ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমকে