মন্তব্য
হাতের অস্ত্রোপচারের পর ফের ট্রেনিং শুরু করার অনুমতি পেয়েছেন জোফ্রা আর্চার। মঙ্গলবার তাকে গ্রিন সিগন্যাল দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর ফলে ইংল্যান্ড ক্রিকেট দল ও রাজস্থান রয়্যালসের জন্য সুখবর এলো।
জানুয়ারিতে নিজের বাড়িতেই চোট পেয়েছিলেন আর্চার। যার জন্য অস্ত্রোপচার হয় তার। এছাড়াও দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটে ভুগছিলেন তিনি।
চোট নিয়েই ইংল্যান্ডের সঙ্গে ভারত সফরে এসেছিলেন আর্চার। টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় ডান কনুইয়ের চোট আরও বেড়ে যায়। দলের তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে না চেয়েই ইসিবি তাকে দেশে ফেরত পাঠায়।
ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘আর্চারকে ট্রেনিং শুরু করার জন্য সম্মতি দেওয়া হয়েছে। ওর হাতের পরামর্শদাতার সঙ্গে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’