ইউক্রেন ও রাশিয়া ইস্যু নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় ইউক্রেন দুতাবাস থেকে কর্মকর্তাদের পরিবার সরিয়ে নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে পূর্ব ইউরোপে প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য ন্যাটো জোট তাদের বাহিনীকে প্রস্তুত রেখেছে এবং জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, জোটের পূর্ব অংশকে শক্তিশালী করাসহ সকল মিত্রের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হবে। আমরা আমাদের নিরাপত্তা পরিস্থিতির যে কোনো অবনতি হলে সর্বদা সাড়া দেব। খবর এএফপির।
মস্কো ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে। এটা ইউক্রেনে অনুপ্রবেশের হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে পশ্চিমারা। এতে উত্তেজনা বাড়ছে। তবে রাশিয়া বরাকরই অনুপ্রবেশ পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
এদিকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যরা সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে। লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার রিংকেভিক্স টুইটার বার্তায় জানান, ইউরোপে রুশ ও বেলারুশিয়ান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষিতে ন্যাটোর উপযুক্ত পাল্টা ব্যবস্থার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
তিনি আরো বলেন, ‘পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ও প্রতিরোধের ব্যবস্থা হিসেবে মিত্র বাহিনীর উপস্থিতি বাড়ানোর এটাই সময়।’
আরআই