মন্তব্য
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন মাত্র একটি ম্যাচ বেন স্টোকস। এরপর চোট পেয়ে আইপএল থেকে ছিটকে পড়েছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে গিয়ে তার হাত ভেঙে যায়।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে হাতে বড় ধরনের আঘাত পান স্টোকস। পরে স্ক্যান করে দেখা গেছে হাতের একটি হাড় ভেঙে গেছে। ম্যাচে ১ এক ওভার বল করে পরে আর কোনো বল করতে পারেননি স্টোকস। পাঞ্জাব কিংসের দেয়া ২২২ রানের লক্ষ্যে ওপেনিংয়ে অবশ্য ব্যাট করতে নেমেছিলেন বেন স্টোকস। কিন্তু ৩ বলে ফিরেছেন ০ রান করে।