মন্তব্য
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জেতা ম্যাচ হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য শেষ তিন ওভারে দরকার ছিল মাত্র ২২ রান। হাতে ছিল ৫টি উইকেট। তুবও হার এড়াতে পারেনি দলটা।
দলের এমন হারে হতাশা প্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার (১৩ এপ্রিল) টুইটারে কেকেআরের মালিক শাহরুখ লিখেছেন, হতাশাজনক পারফরম্যান্স। আমি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
শুধু শাহরুখ নন, হতাশ কেকেআরের অধিনায়ক ইয়ান মর্গানও। খেলা শেষে তিনি বলেছেন, খুবই হতাশাজনক। বেশিরভাগ সময়েই আমরা ভালো খেলেছি। কিন্তু শেষ দিকে ভুল করে ফেলেছি। আশা করি, সেই ভুলগুলো শুধরে নিতে পারব।