খোশগল্পের আড়ালে চুরি করাই তাদের পেশা !

১৪ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার এয়াকুব নগর এলাকায় ৯ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নির্মাণাধীন ভবনের লোকজন। মঙ্গলবার বেলা ১টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনের কর্মরতদের সাথে খোশগল্পের আড়ালে চুরি করাই তাদের পেশা, সংঘবদ্ধভাবে এ কাজ করতেন তারা।

আটকরা হচ্ছেন— নগরীর আকবরশাহ থানার জসিমের কলোনির রোকসানা বেগম (২৮), হেলেনা বেগম (২৮), শাহিনুর বেগম (২৫), রেনু বেগম (৩০), বিবি রহিমা (৩৫) ও পারভিন বেগম (২৮) এবং হালিশহর থানাধীন ছোটপুল জাকের কলোনি এলাকার পারভিন আক্তার (২৬), বিবি ফাতেমা (৩০),মরিয়ম বেগম (৪৫)।

ভবনের অংশীদার এনামুল হক প্রকাশ এনাম জানান, তাদের আটকের একদিন আগে জানা যায়- ভবন থেকে কিছু মালামাল খোয়া গেছে। এ ব্যাপারে নিরাপত্তাকর্মী তাকে জানায়, ভবনে টাইলসের কাজের জন্য কিছু নারী এসেছিল ২ দিন। তারা ভবনে কর্মরত সবার সাথে খোশগল্প করে চলে যায়। তিনি আরো জানান, তিনি কাউকে টাইলসের কাজ দেননি, তাই মালামাল খোয়ার সঙ্গে আগত নারীদের সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ হয় তার। এরপর আটকের দিন পূনরায় ওই নারীরা ভবনটিতে আসলে তাদের কৌশলে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে পুলিশি জিজ্ঞাসাবাদে আটককরা জানায়, ৯ ও ১৩ এপ্রিল দুইদিনে ৩৩ বান্ডিল তার চুরি করেছে তারা। ৩৩ বান্ডিল তারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

কোতোয়ালী থানার এসআই সুকান্ত চৌধুরী জনান, টাইলসের কাজের কথা বলে আটককরা নগরীর বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে কৌশলে মূল্যবান নির্মাণ সামগ্রী চুরি করতেন। তাদের একটি গ্রুপ দারোয়ান কিংবা ভবনে কর্মরতদের বিভিন্নভাবে নিজের কাছে রেখে খোশগল্পে মেতে থাকতেন। অন্য গ্রুপ ওপরে ওঠে মূল্যবান সামগ্রী নিয়ে সটকে পড়তেন। তাদের নামে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর