দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়, ৯৬ জন।একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ১৮৫ জনের।আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৩৩ জন। বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৩১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯৮৭ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ৫০ লাখ ৯৫ হাজার ৬১৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮০।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৯৯৫টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৯।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৯ জন, নারী ৩৭ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৬৮ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনা ও বরিশালে পাঁচ জন এবং সিলেট ও ময়মনসিংহে তিন জন করে আছেন। হাসপাতালে ৯৪ জন এবং বাসায় দুই জন মারা গেছেন।
এমকে