কম বয়সী কোটিপতি!

১৫ এপ্রিল ২০২১

নিখিল কামাথ ১৪ বছর বয়সে স্কুলের পাঠ চুকিয়েছিলেন। এরপর শুরু করেন শেয়ার ব্যবসা। 

স্কুলের ঝরে পরা সেই বালক ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের একজন। বর্তমানে তার বয়স মাত্র ৩৪ বছর। অথচ বিলিয়নিয়ারদের বয়স সাধারণত ৪০ বছরের বেশি হয়।  

নিখিল শুধু বিলিয়নিয়ারই নয়, ভারতের সবচেয়ে বড় ট্রেডিং ব্রোকারেজ জেরোথা ব্রকিং লিমিটেডের সহপ্রতিষ্ঠাতাও। জেরোথার আর্থিক মূল্য এখন ৩৫ বিলিয়ন রুপি। 

এনডিটিভি, ডিএনএ ইন্ডিয়া ও  ব্লুমবার্গ


মন্তব্য
জেলার খবর