হাসপাতাল থেকে টিকা গায়েব

১৫ এপ্রিল ২০২১

ভারতের রাজস্থানের জয়পুরের একটি সরকারি হাসপাতালের কোল্ড-স্টোরেজ থেকে কোভ্যাক্সিনের ৩২০টি ডোজ গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এইচবি কানওয়াটিয়া নামের হাসপাতালটি জানায়, রোববার (১১ এপ্রিল) তাদের ২০০ ডোজের স্টকগুলো যাচাই করা হয়েছিল। তখন সব ঠিকই ছিল।

পরের দিন সোমবার ৪৮৯ ডোজের একটি চালান গ্রহণ করা হয়। তখন স্টকগুলো যাচাই করতে গেলে দেখা যায় ৩২০ ডোজ হাওয়া হয়ে গেছে।


মন্তব্য
জেলার খবর