দেশে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে করোনা রোগীর মৃত্যুর হারও। এটা বোঝা যায়- গত ৭ দিনের সংক্রমণ পরিস্থিতির দিকে তাকালে। এ ৭ দিনে তার আগের ৭দিনের তুলনায় করোনা রোগী শনাক্ত ১৮০ দশমিক ৮ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি বেড়েছে নমুনা পরীক্ষা ও করোনা রোগী সুস্থ হওয়ার হারও। বৃদ্ধির এ হার সোমবার (২৪ জানুয়ারি) জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি- এ ৭ দিনে শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৪২৫ জন। অথচ ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি- এ ৭দিনে শনাক্ত হয়েছিল ২৪ হাজার ১১ জন। ১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মারা যায় ৭৯ জন। তার আগের ৭দিনে মারা গিয়েছিলেন ৪২ জন।
এদিকে গত ৭ দিনে নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি, আগের ৭ দিনে হয়েছিল এক লাখ ৮৯ হাজার ৬৩০টি। এ হিসাবে নমুনা পরীক্ষা বেড়েছে ৩৪ দশমিক ৭ শতাংশ। একইভাবে গত ৭ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬৮ জন। আগের ৭ দিনে সুস্থ হয়েছিলেন এক হাজার ৯৮৮ জন। ৯৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে সুস্থতা।
অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে বাড়ির বাইরে মুখে ঠিকমতো মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ করোনার অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে মৃত্যু ঝুঁকি কমাতে করোনা প্রতিরোধী টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমকে