নিজেই শোনালেন ৩ বিয়ের গল্প!

১৫ এপ্রিল ২০২১

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুরের মা মা নীলিমা আজেম।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলিমা বলেছেন, ১৯৭৯ সালে পঙ্কজকে বিয়ে করেন তিনি। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় শাহিদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের। 

১৯৮৪ সালে পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯০-এ রাজেশ খট্টরকে বিয়ে করেছিলেন নীলিমা। তাদের ছেলে ঈশান খট্টরও এখন বলিউডের উঠতি তারকা। ইতিমধ্যেই অবশ্য ‘ধড়ক’, ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘কালি পিলি’, ‘আ স্যুইটেবল বয়’ ছবিতে অভিনয় করে সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন ঈশান।

২০০১ সালে রাজেশ খট্টরের সঙ্গে বিচ্ছেদ হয় নীলিমার। এরপর ২০০৪ সালে নীলিমা বিয়ে করেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাজা আলি খানকে। যদিও সেই বিয়েও টেঁকেনি বেশিদিন। ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় নীলিমা-রাজার।
 


মন্তব্য
জেলার খবর