মন্তব্য
চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) জুলাই মাসে পালিত হতে যাওয়া ১০০তম বার্ষিকীর আগে দেশটির ঐতিহাসিক হিরোদের বিরুদ্ধে অভিযোগ আনা বা অপমানের জবাবে পদক্ষেপ নিতে একটি হটলাইন চালু করেছে। চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা ক্ষমতাসীন দলকে অপমানমূলক অনলাইন মন্তব্য তদারকি করার জন্য এ হটলাইনটি চালু করে।
হটলাইনটি তাদের সহযোগী নেটিজেনদের বিরূপ প্রতিবেদন করতে বাধা দেবে। যারা ক্ষমতাসীন দলের ইতিহাসকে 'বিকৃত' করে, সরকারের নেতৃত্ব এবং নীতিগুলোকে আক্রমণ করে কথা বলে, জাতীয় বীরকে অপমান করে এবং 'উন্নত সমাজতান্ত্রিক সংস্কৃতির উৎসাহকে অস্বীকার করে' তাদের এই হটলাইনের মাধ্যমে শনাক্ত করা হবে।
ফক্স নিউজ ও এএনআই