নেগেটিভ কথাটা এই প্রথম এতো ভালো লাগছে : আলিয়া

১৫ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে করোনা নেগেটিভ আসার কথা বুধবার ভক্তদের জানালেন  অভিনেত্রী আলিয়া ভাট।

পিঙ্ক পাজামা আর নীল ঢিলেঢালা ফুল হাতা টি-শার্টে ছবিটি তুলেছেন মহেশ-কন্যা। পিছনে সবুজের ঝলক বলে দিচ্ছে কেটেছে বন্দি দশা। কোয়ারেন্টিন থেকে বেড়িয়েছেন নায়িকা।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘বোধহয় নেগেটিভ কথাটা এই প্রথম এতো ভাল লাগছে!’


মন্তব্য
জেলার খবর