ডায়েট ভুলে পিজ্জা খেলেন মিমি

১৫ এপ্রিল ২০২১

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী দারুণ ফিটনেস ফ্রিক। আর তাই তো দেখুন, কীরকম ছিপছিপে রেখেছেন নিজেকে। কিন্ত এই মিমির কী একটু ডায়েটের মাঝে ইচ্ছে করে না একটু নিয়ম ভেঙে 'চিট' করতে! এবার বুঝতে পারলেন কোন চিটের কথা বলা হচ্ছে?

হ্যাঁ, সম্প্রতি এ রকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন মিমি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিমি লিখলেন, ‘চিট ডে যেমনটি হয়!’ মিমি এই ছবিতে ইঙ্গিত দিলেন, তিনি চিট ডে-তে ডায়েট ভুলে খেয়েছেন পিজ্জা। সেই পিজ্জা খাওয়ার ছবিই মিমি করলেন শেয়ার। 

এইসময় ও ইনস্টাগ্রাম


মন্তব্য
জেলার খবর