বাংলাদেশকে তিনটি চুক্তির আওতায় ১০৪ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে দেওয়া এ সহায়তা করোনার টিকা কেনার খাতেও ব্যয় করা যাবে। বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এজন্য সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, এর আওতায় মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষকে টিকা দেওয়া যাবে বাংলাদেশে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতেও বেসরকারি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমেরও উন্নয়ন ঘটবে। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, সাধারণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে করোনা মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখা যাবে।
এমকে