প্রথম দিনে মুভমেন্ট পাস আড়াই লাখ

১৫ এপ্রিল ২০২১

করোনার বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধের মেয়াদকালের প্রথম দিনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য আড়াই লাখ মুভমেন্ট পাস ইস্যু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করেছেন সাত কোটি ৮১ লাখ নাগরিক। বুধবার (১৪ এপ্রিল) রাতে পাস ইস্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর জানায়,  বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত (৩৩ ঘণ্টায়) সাত কোটি ৮১ লাখ নাগরিক ওয়েবসাইটে প্রবেশ করলেও তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি। এ সময় তিন লাখ ১০ হাজার জন মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। 

প্রসঙ্গত, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত মেয়াদে এ বিধিনিষেধ আরোপ করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে- জরুরি প্রয়োজন ছাড়া কোনাভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না এ সাতদিন। প্রজ্ঞাপন জারির পর পুলিশ জরুরি প্রয়োজনে চলাচলের জন্য  মুভমেন্ট পাসের ব্যবস্থা করে। এ পাসের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত চলাচল করতে পারবেন সংশ্লিষ্ট নাগরিক। একটি পাস একবার ব্যবহারযোগ্য।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর