তৃণমূলে শক্তিশালী হচ্ছে হেফাজত!

১৫ এপ্রিল ২০২১

নানা ইস্যুতে দেশে আলোচিত-সমালোচিত আলেমদের অন্যতম সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।বিভিন্ন কারণে দলের শীর্ষ নেতাদের কয়েকজন গ্রেফতার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, অনেকে  ভুগছেন গ্রেফতার আতঙ্কে। উদ্ভুত পরিস্থিতিতে তৃণমূলে সাংগঠনিক কায্যক্রম শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এরই অংশ হিসাবে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন ও জেলায় আইনি সহায়তা সেল গঠন করবে তারা।

রোববার  হাটহাজারী মাদ্রাসায়  কেন্দ্রীয় কমিটির রুদ্ধদ্বার বৈঠকে ওয়ার্ড কমিটি ও আইনি সহায়তা সেল গঠনের সিদ্ধান্ত  হয়।  বৈঠক সূত্রের বরাত দিয়ে এ তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে। হেফাজত নেতারা বলছে, বিভিন্ন জেলা ও মহানগরে হেফাজতের কমিটি রয়েছে। এর বাইরে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করাসহ সংগঠনকে এগিয়ে নিতে ‘সাংগঠনিক সেল’ গঠিত হয়। এ সেলের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেনকে।

জুনায়েদ আল হাবিব গণমাধ্যমকে জানান, সাংগঠনিক সেলের মাধ্যমে এক থেকে দেড় মাসের মধ্যে সারা দেশের কমিটিগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। এ জন্য রোববারের সভায় তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেফতার নেতা–কর্মীদের মুক্তি ও মামলা পরিচালনায় আইনি সহায়তা সেল গঠনের সিদ্ধান্ত হয়। আইনজীবীদের নিয়ে প্রতিটি জেলা ও উপজেলায় দুই-তিন সদস্যের আইনি সহায়তা সেল গঠন করা হবে । এছাড়া হেফাজতের কার্যক্রম, মামলা ও গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর