তাপদাহে হাঁসফাঁস

১৫ এপ্রিল ২০২১

গ্রীষ্মের শুরুতেই তাপদাহের কবলে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। মৃদ থেকে মাঝারি ধরনের এ তাপদাহে হাঁসফাঁস করছে মানুষসহ প্রাণীকুল। গত ২৪ ঘণ্টায় ৩৯ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে, রাজশাহীতে ছিল এ তাপমাত্রা। আজ বৃহস্পতিবারও (১৫ এপ্রিল) সারাদিন তাপদাহ বয়ে যেতে পারে এসব অঞ্চলে। এদিকে তাপদাহে বিপাকে পড়েছেন কৃষকসহ খেটে খাওয়া মানুষেরা। দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্ক নারী-পুরুষদের।

আবহাওয়া অধিদফতর বলছে- রাঙামাটি, ফেনী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ কিশোরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে বিকালের দিকে ঢাকাসহ কিছু এলাকার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৯ দশমিক ৭, ঢাকায় ৩৭, ময়মনসিংহে ৩৩ দশমিক ২, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ৩৪, রংপুরে ৩৩, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কিশোরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ,  রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি,কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর