কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে মারপিটের দুই দিন পর আহত ভিক্ষুক আবুহার মল্লিক (৮০) মারা গেছেন। সোমবার হাসপাতাল থেকে বাড়িতে আনার পরপরই তার মৃত্যু হয়। সোমবার (১২ এপ্রিল) দুপুরে নিজের কেনা জায়গায় ঘর নির্মাণের সময় তাকে মারপিট করা হয়। ঘটনাটি উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামের।
আবুহার মল্লিক ওই গ্রামের মৃত ফকির মল্লিকের ছেলে। মারপিটের সঙ্গে দরবেশপুর গ্রামের বাসিন্দা সোহেল প্রামাণিক, কামাল প্র্রমাণিক, রাসেল, আলামিনসহ কতিপয় লোক জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীর নাতি শিপন মল্লিক।
ঘটনা প্রসঙ্গে শিপন মল্লিক ও ভুক্তভোগীর প্রতিবেশীরা জানান, ঘটনার আগে অভিযুক্তরা এসে ঘর তৈরিতে বাধা দেয়। এসময় তারা আবুহার মল্লিককে ধাক্কা মেরে ফেলে দেয়, প্রচন্ড মারপিট করে। প্রতিবেশিরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত সোহেল প্রামাণিক মুঠোফোনে বলেন, স্কুলের জমি নিয়ে এলাকাবাসীর সাথে মারামারি হচ্ছিল। খবর পেয়ে মারামারি শেষে সেখানে গিয়েছিলাম, আমি মারিনি। তিনি আরো বলেন, এলাকায় রাজনৈতিক গ্রুপিং এর কারনে আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, শুনেছি জমি সংক্রান্ত জেরে কিল, ঘুষি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আবুহার মল্লিক। সকালে রিলিজ নিয়ে বাড়িয়ে গেলে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাহমুদ শরীফ/এমকে