এক ট্রাক্টরের ধাক্কায় আরেক ট্রাক্টর চালক নিহত

১৫ এপ্রিল ২০২১

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের রাজারহাটে মাটি বহনকারী এক ট্রাক্টরের ধাক্কায় অপর আরেকটি ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে খুলিয়াতারী (বকসীপাড়া) গ্রামের কিরণ বকসীর পুকুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম মানিক মিয়া (২৬), তিনি কুড়িগ্রাম সদর উপজেলার জোজগর্বধন গ্রামের নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে মানিক মিয়ার ট্রাক্টরে পুকুর থেকে কাটা মাটি তোলা হচ্ছিল। এসময় মাটিবাহী আরেকটি ট্রাক্টর সামনে থেকে তার ট্রাক্টরকে ধাক্কা দিলে ছিটকে পড়েন মানিক মিয়া।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালকের লাশ নিয়ে গেছে তার স্বজনেরা। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগে পাইনি।

 

এএসএল/এমকে

 


মন্তব্য
জেলার খবর