প্রধান আসামিসহ গ্রেফতার-২, অস্ত্র ও গুলি জব্দ

১৫ এপ্রিল ২০২১

নড়াইল সংবাদদাতা
নড়াইলের ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবর রহমানকে হত্যা চেষ্টার মামলার আসামি নূরনবী শেখ নূরু (৩৪) এবং আরেক আসামি শুটার সাব্বিরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের সময় নুরুর কাছে থেকে মোটরসাইকেল এবং সাব্বিরের কাছে থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এনিয়ে এ মামলার ছয় আসামির মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

নূরু নড়াইল পৌর এলাকার ভওয়াখালীর ফুল মিয়া শেখের ছেলে। সাব্বির যশোরের কোতয়ালী থানার রঘুরামপুর এলাকার নওয়াব আলীর ছেলে। পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে বুধবার বিকালে নড়াইল সদরের বাহিরগ্রাম থেকে নূরুকে গ্রেফতার করা হয়। আর মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নড়াইল থেকে সাব্বির সরদারকে  গ্রেফতার করা হয়।


মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বিকালে নড়াইলের ধোপাখোলা এলাকায় দু’টি মোটরসাইকেলযোগে ছয় ব্যক্তি এসে  মুজিবরের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মুজিবরকে পিস্তল দিয়ে পায়ে গুলি ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।যাওয়ার সময় মুজিবরের ২৫ হাজার টাকা নিয়ে যায় তারা।পরিবারের লোকজন মুজিবুরকে  নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় গত ৯ এপ্রিল মুজিবর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  এদিকে, এ ঘটনায় গত ১০ এপ্রিল যশোর হাসপাতালে নিজের ডান পা কেটে ফেলতে হয়েছে মুজিবরকে। মুজিবর ধোপাখোলা এলাকায় বাড়ির পাশেই ভাঙ্গারি ব্যবসা করেন।

 

এফকে/এমকে

 


মন্তব্য
জেলার খবর