মকছুদের গ্রেফতারে জনমনে স্বস্তি

১৫ এপ্রিল ২০২১

জলদস্যু মকছুদ আলমের অত্যাচারে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। তাকে গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারে পরে এমনটাই জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা।

৩৯ বয়সী মকছুদ আলম কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবরের ডেইল এলাকার শামসুল আলমের ছেলে। বুধবার (১৪ এপ্রিল) পাহাড়তলীর উত্তর কাট্টলীর ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেডের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা জানান, গত ৮ এপ্রিল রাতে মকছুদ আলম চট্টগ্রাম নগরীর পতেঙ্গার মুসলিম মিয়ার একটি বড় নৌকা পতেঙ্গার মুসলিমাবাদ বেড়ীবাধ হতে নিয়ে যায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ পাওয়ার পরে সোমবার (১২ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের আট নম্বর পশ্চিম তাবলারচর ওয়ার্ডের বেড়ীবাধ থেকে নৌকাটি উদ্ধার করা হয়। মকছুদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর