একই নারীকে চারবার বিয়ে

১৬ এপ্রিল ২০২১

তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যাংকে কেরানি হিসেবে কাজ করতেন এক ব্যক্তি। অতিরিক্ত ছুটি পেতে অদ্ভুত কার্যক্রম চালিয়ে আলোচনায় এসেছেন তিনি। ৩৭ দিনের ব্যবধানে এক নারীকে তিনি চারবার বিয়ে করেছেন এবং তিন বার ডিভোর্স দিয়েছেন।

২০২০ সালের ৬ এপ্রিল লোকটি প্রথম বিয়ে করেন এবং আট দিনের ছুটি কাটান। পরে তার স্ত্রীকে তিনি তালাক দেন এবং একই নারীকে ১৭ এপ্রিল বিয়ে করেন। ফের আট দিন ছুটি কাটিয়ে তার স্ত্রীকে ২৮ এপ্রিল ডিভোর্স দেন। একদিন পর আবার বিয়ে করেন। তৃতীয় ডিভোর্সটি দেন ১১ মে। পরদিন তাকে চতুর্থবারের মতো বিয়ে করেন। 

নিউজএইটিন


মন্তব্য
জেলার খবর