শিশুর চোখে গুলি করল সেনা

১৬ এপ্রিল ২০২১

সম্প্রতি ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ একটি শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। 

ওই দোকানের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাতো ভাইকে নিয়ে হেবরনের একটি দোকানে কেনাকাটা করছিল।

এ সময় ইসরাইলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে। 

আরব নিউজ


মন্তব্য
জেলার খবর