যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি: তালেবান

১৬ এপ্রিল ২০২১

আফগানিস্তানের বালখ শহরের তালেবানের ছায়া মেয়র হাজি হেকমত দাবি করেছেন, যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর এমন দাবি করেন তিনি।

বালখ শহরের তালেবানের ছায়া মেয়র হাজি হেকমত আরো বলেন, আমরা যে কোনো কিছুর জন্য তৈরি। শান্তির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, সমানতালে জিহাদের জন্যও। আমরা শরিয়াচালিত একটি ইসলামী সরকার চাই। আমাদের দাবি মেনে না-নেওয়া পর্যন্ত জিহাদ চলবে।

বিবিসি


মন্তব্য
জেলার খবর