যুদ্ধের দ্বারপ্রান্তে রাশিয়া-ইউক্রেন

১৬ এপ্রিল ২০২১

পূর্বাঞ্চলীয় সীমান্তে ইউক্রেনের সেনা ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে মস্কোর সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে সাঁজোয়া যান, ট্যাংকারসহ গোলাবারুদ নিয়ে ইউক্রেনের সেনাদের মহড়া চালাতে দেখা যায়।

২০১৪ সালের পর সীমান্তে সর্বোচ্চসংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া। তাদের দাবি, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর হুমকি মোকাবিলায় প্রশিক্ষণের অংশ হিসেবে এ সেনা সমাবেশ ঘটানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সংকট নিরসনে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর রাশিয়ার বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছে জার্মানি। সংকট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।


মন্তব্য
জেলার খবর