কবরস্থানে জায়গা নেই আহমেদাবাদে

১৬ এপ্রিল ২০২১

ভারতের গুজরাটের শহর আহমেদাবাদের শ্মশানগুলিতে মৃতদেহ সৎকারের লম্বা লাইন। কবর স্থানগুলো পরিপূর্ণ। এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।  কবরস্থানে জায়গা নেই।

প্রতিদিনই করোনায় মৃত্যু বাড়ছে । পরিস্থিতির কথা বিবেচনা করেই আমদাবাদ শহরের প্রশাসন ক্যাথলিক বিশপের কাছে আবেদন জানিয়েছিল, যদি তিনি অনুমতি দেন দেহ দাহ করার।

এই পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে খ্রিষ্টানদের মৃতদেহ দাহ করা হলেও তার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন ক্যাথলিক। বরং সুষ্ঠুভাবে সৎকার করাই এই মুহূর্তে অগ্রাধিকারের বিষয়।

টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর