গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৪ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৯২ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯১৫ জন।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ সাত হাজার ৩৬২ জনের। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৮১ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৩।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৭০টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৫৯টি। শনাক্তের হার ২১। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৪ জন, নারী ৩০ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৬৯ জন, চট্টগ্রামে ১২ জন, রাজশাহীতে ছয় জন, খুলনায় তিন জন, বরিশালে দুই জন এবং সিলেট ও রংপুরে একজন করে রয়েছেন। হাসপাতালে ৯০ জন এবং বাসায় চার জন মারা গেছেন।
এমকে